চাকরি দেবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

Super Admin
১৯ সেপ্টেম্বর ২০২৩

স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কয়েকটি পদে লোকবল নেবে। 

প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ, কোয়ালিটি অ্যাসুরেন্স (কালিয়াকৈর প্ল্যান্ট) পদে লোকবল নেবে। তবে পদসংখ্যা নির্ধারিত নয়।

গতকাল সোমবার (১৮ সেপ্টেম্বর) থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে আর করা যাবে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

ফার্মেসিতে স্নাতক (বি ফার্ম) পাস যেকেউ উক্ত পদে আবেদন করতে পারবেন। চমৎকার পরিকল্পনা ও বাস্তবায়নের দক্ষতা এবং পরিমাণগত ও গুণগত বিশ্লেষণাত্মক দক্ষতা থাকতে হবে। তবে প্রার্থীর অবশ্যই কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা হবে সর্বোচ্চ ৩২ বছর।

 কর্মস্থল : গাজীপুর (কালিয়াকৈর)

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ওয়েবসাইটে খোঁজ করুন। আবেদনের শেষ সময় আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৩।

 


মন্তব্য