আমেরিকার সঙ্গে বাংলাদেশের অত্যন্ত উষ্ণ সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সেই সঙ্গে বলেছেন, এ সম্পর্ককে আরও জোরদার ও মজবুত করতে চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
গণমাধ্যমকে ব্রিফ করার সময় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়ে এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তাদের অনেকগুলো পরামর্শ পাওয়া গেছে। যদি বাস্তবসম্মত হয় তবে অবশ্যই সে পরামর্শ গ্রহণ করা হবে। এক বন্ধু অন্য বন্ধুকে পরামর্শ দিতে পারে বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।
যুক্তরাষ্ট্রের ভিসা নীতি সম্পর্কে মন্ত্রী আব্দুল মোমেন বলেন, এটা সরকারের জন্য ভালো। কারণ যারা নির্বাচন বানচাল করবে, তাদের জন্যই যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি ঘোষণা করেছে। সরকার চায় কেউ যেন ভোট বিঘ্নিত করতে না পারে। সহিংসতা করতে না পারে। সুতরাং, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে কাজ করছে- যোগ করেন মন্ত্রী।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সব ঠিকঠাক থাকলে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারবো আমরা। নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্নের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপনের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন তারা। খবর বাসস।
বিডি/এন/এমকে