সাতক্ষীরায় সাড়ে ৩ কোটি টাকার মাদকদ্রব্যসহ যুবক গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৩

ছবি প্রতিনিধি

সাতক্ষীরায় কোটি ৬০ লাখ টাকা মূল্যের ভারতীয় এলএসডি মাদকসহ আতাউর রহমান ওরফে রানা  নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার কেড়াগাছি সীমান্তের বালিয়াডাঙ্গা বাজারের তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

আতাউর রহমান ওরফে রানা সাতক্ষীরা সদর উপজেলার সাতানী ঘোষ পাড়া গ্রামের মৃত আশরাফুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, ভারত থেকে কেড়াগাছি সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান আনা হচ্ছে- গোপনে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় রানাকে গ্রেফতার করা গেলেও তার সহযোগি যশোর জেলার শার্শা থানার পারকায়বা গ্রামের আমজেদ হোসেনের পুত্র সুজন হোসেন পালিয়ে যায়। ১০০ মি.লি ওজনের তিনটি বোতলে এ এলএসডি মাদক রাখা হয়েছে।  

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান  জানান, জব্দকৃত এলএসডি মাদকের বাজার মূল্য তিন কোটি ৬০ লাখ টাকা। এ ঘটনায় আতাউর রহমান সুজন হোসেনের বিরুদ্ধে কলারোয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

 

বিডি/কিশোর কুমার/সি/এমকে

 

 

কিশোর কুমার,সাতক্ষীরা


মন্তব্য
জেলার খবর