এবার অস্কারের দৌড়ে শামিল হওয়ার স্বপ্ন অ্যাটলির

Super Admin
১৯ সেপ্টেম্বর ২০২৩

‘জওয়ান’গত ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই বক্স অফিসে রাজত্ব করে চলেছে।

দু’সপ্তাহ পূর্ণ করার আগেই দেশের বক্স অফিসে ৫০০ কোটি ছুঁইছুঁই শাহরুখ খানের প্রথম প্যান ইন্ডিয়ান এই সিনেমাটি। আবার বিশ্ব জুড়েও রমরমিয়ে ব্যবসা করছে ‘জওয়ান’। এখনও পর্যন্ত সিনেমাটি সব মিলিয়ে ৮৫৮ কোটির বেশি টাকা আয় করেছে। তবে এখানেই থামতে নারাজ ছবির পরিচালক অ্যাটলি। 

‘অ্যাকশন এন্টারটেনার’ জনরার ছবি হলেও গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা নিয়ে বার্তা থাকায় দর্শকের মন জয় করেছে শাহরুখের এই সিনেমাটি। অনুরাগীদের ভালবাসা পেয়ে তাই এ বার অস্কারের আশা করছেন পরিচালক অ্যাটলি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অস্কার প্রসঙ্গে প্রশ্ন করা হলে অ্যাটলি বলেন, ‘‘সব কিছু পরিকল্পনা মতো এগোলে ‘জওয়ান’-এরও অস্কারে যাওয়া উচিত। ছবির পরিচালক, কলাকুশলীরা যেকোনো ছবির জন্য যতটা পরিশ্রম করেন... তারাও স্বপ্ন দেখেন তারা একটা অস্কার, একটা গোল্ডেন গ্লোবস, একটা জাতীয় পুরস্কারের মতো সম্মান পাবেন। আমি খুব খুশি হব ‘জওয়ান’অস্কারের দৌড়ে শামিল হলে। দেখি, শাহরুখ স্যরকে জিজ্ঞাসা করে তিনি কী বলেন।’’

এ দিকে গত সোমবার থেকে চেন্নাইয়ে শুরু হয়েছে একাধিক ছবির প্রদর্শন। আগামী বছরের অস্কারে পাঠানোর জন্য ছবি বাছাই করতে ব্যস্ত ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া। অস্কারে যাওয়ার দৌড়ে এগিয়ে আছে ‘দ্য কেরালা স্টোরি’,‘ঘুমর’,‘জ়ুইগ্যাটো’-র মতো ছবি। সব ছবির প্রদর্শন শেষে আগামী ২৩ সেপ্টেম্বর প্রকাশ্যে আসবে কোন ছবিগুলো ২০২৪ সালে অস্কারের মঞ্চে ভারতকে তুলে ধরবে।


মন্তব্য
জেলার খবর