হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় পাবনার আটঘরিয়ার রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সহকারি প্রধান শিক্ষক ফেরদৌসী খাতুন (৫৫) নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার মাঝপাড়া ইউনিয়নের হাড়লপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, তিনি বেশ কিছুদিন ধরে লিভার, কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। ঘটনার দিন নিজের বাড়িতে গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাকে পাশের জেলা সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। সে মোতাবেক তাকে অ্যাম্বুলেন্সে নিয়ে রওনা দেন স্বজনরা। পথে তাদের তাদের অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনায় পতিত হয়।
এদিকে তার মৃত্যুতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) আটঘরিয়া শাখার যুগ্ম আহ্বায়ক পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফতাব হোসেন , সাধারণ সম্পাদক কয়রাবাড়ির বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমানসহ সংগঠনের নেতারা শোক প্রকাশ করেন।
বিডি/আফতাব হোসেন/সি/এমকে