বিরোধপূর্ণ নাগোর্নো-কারাবাখ অঞ্চলে একদিকে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হয়েছে। অন্যদিকে ওই অঞ্চলে শান্তি ফেরাতে আর্মেনীয় সেনাদের প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। আজারবাইজান অভিযান শুরুর পাশাপাশি এ আহ্বান জানিয়েছে। এ নিয়ে প্রতিবেশি দেশ দুটির মধ্যে দেখা দিয়েছে চরম উত্তেজনা।
বর্তমানে অঞ্চলটি রুশ শান্তিরক্ষীদের নিয়ন্ত্রণে রয়েছে। আন্তর্জাতিকভাবে বিরোধপূর্ণ অঞ্চলটি আজারবাইজানের অংশ বলে স্বীকৃত। যদিও বহু বছর হচ্ছে অংশীদারিত্ব নিয়ে দুই দেশের মধ্যে সংঘাত চলছে। এখন পর্যন্ত দুটি যুদ্ধ হয়েছে, প্রথমটি হয় ১৯৯০-এর দশকে আর পরেরটি হয় ২০২০ সালে। রক্তক্ষয়ী সেই যুদ্ধ শেষ হলেও দ্বন্দ্বের অবসান হয়নি এখনো।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নাগোর্নো-কারাবাখ অঞ্চলটিতে আর্মেনীয় সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ করছে আজারি সেনারা।
মঙ্গলবার নাগোর্নো-কারাবাখ এলাকায় দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চার সামরিক ও দুই বেসামরিক ব্যক্তিসহ মোট ছয়জন নিহত হয়। হতাহতের পরপরই সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হয়। এ বিস্ফোরণের পেছনে আর্মেনিয়ার একটি নাশকতা গোষ্ঠীকে দোষারোপ করছে আজারবাইজান
বিপরীতে আর্মেনিয়া বলেছে, নাগোর্নো-কারাবাখে রীতিমতো আগ্রাসন শুরু করেছে আজারবাইজান। এ ব্যাপারে হস্তক্ষেপ করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও রাশিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আর্মেনিয়া।
বিডি/আই/এমকে