২২০ রাজস্ব কর্মকর্তাকে দুই দিনে বদলি

নিজস্ব প্রতিবেদক
২০ সেপ্টেম্বর ২০২৩

২২০ সহকারি রাজস্ব কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে গত দুই দিনে। সাধারণত বাজেট ঘোষণার পর সহকারি রাজস্ব কর্মকর্তা থেকে শুরু করে কমিশনার পদমর্যাদার কর্মকর্তাদের বদলি করা হয়। বদলির ক্ষেত্রে কর্ম এলাকায় বছরের অধিক সময় নিয়োজিতদের প্রাধান্য দেওয়া হয়।

সোমবার মঙ্গলবার দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলি করা হয়েছে। প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)

বদলির  ক্ষেত্রে সততা, দক্ষতা, নিষ্ঠা, সময়ানুবর্তিতা এবং অতীতের কর্মস্থল বিবেচনা করা হয়।

এদিকে বদলিকৃত কর্মকর্তাদের ২৫ ২৬ সেপ্টেম্বর পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

সোমবারের জারি করা প্রজ্ঞাপনের তালিকায় শুল্ক ভ্যাটের ১১৭ সহকারি রাজস্ব কর্মকর্তা আছেন। চট্টগ্রাম কাস্টম হাউজ; যশোরের বেনাপোল কাস্টম হাউজ; ঢাকা দক্ষিণ কাস্টমস বন্ড কমিশনারেট; চট্টগ্রাম কাস্টম বন্ড কমিশনারেট; চট্টগ্রাম কাস্টম বন্ড কমিশনারেট;  ঢাকা উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম কাস্টম, এক্সাইজ ভ্যাট কমিশনারেট; চট্টগ্রাম কাস্টম, এক্সাইজ ভ্যাট কমিশনারেট;  রংপুর কাস্টম, এক্সাইজ ভ্যাট কমিশনারেট;  যশোর কাস্টম, এক্সাইজ ভ্যাট কমিশনারেট; কুমিল্লা কাস্টম, এক্সাইজ ভ্যাট কমিশনারেট; সিলেট কাস্টম, এক্সাইজ ভ্যাট কমিশনারেট; সিলেট কাস্টম, এক্সাইজ ভ্যাট কমিশনারেট; খুলনা কাস্টম, এক্সাইজ ভ্যাট কমিশনারেট; রাজশাহী কাস্টম, এক্সাইজ ভ্যাট কমিশনারেট; ঢাকা বৃহৎ করদাতা ইউনিটম, ভ্যাট এবং শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন তারা।

 

অপরদিকে মঙ্গলবারের জারি করা প্রজ্ঞাপনের তালিকায় রয়েছে বাকি ১০৩ জন সহকারি রাজস্ব কর্মকর্তাকে বদলি করা হয়। সব কর্মকর্তা চট্টগ্রাম কাস্টম হাউজ, যশোরের বেনাপোল কাস্টম হাউজ, খুলনার মোংলা কাস্টম হাউজ, ঢাকার পানগাঁও কাস্টম হাউজ, চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট; ঢাকা উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিমের কাস্টম, এক্সাইজ ভ্যাট কমিশনারেট; চট্টগ্রাম কাস্টম, এক্সাইজ ভ্যাট কমিশনারেট; যশোর কাস্টম, এক্সাইজ ভ্যাট কমিশনারেট; রাজশাহী কাস্টমস, এক্সাইজ ভ্যাট কমিশনারেট; খুলনা কাস্টমস, এক্সাইজ ভ্যাট কমিশনারেট এবং ঢাকা শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরে কর্মরত আছে।

 

বিডি/ই/এমকে


মন্তব্য
জেলার খবর