মন্তব্য
নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক সভায় এ সিন্ধান্ত হয়।
এ কমিটির সভাপতি রেজাউল আলম ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার কারণে বিলুপ্ত করা হয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরানুল হক আনোয়ার ও সদস্য সচিব মো. রইসুল আলমের স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে। সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে যোগ্য ও ত্যাগীদের সমন্বয়ে এ ইউনিয়নে নতুন কমিটি গঠন করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে