আগামী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত জার্মানের জাতীয় দলের ডাগআউটে থাকবেন ইউরোপের সম্ভাবনাময় তরুণ ম্যানেজার জুলিয়ান নাগেলসম্যান।
২০১৮-এর বিশ্বকাপের পর ২০২২-এর বিশ্বকাপটাও ভালো যায়নি জার্মানির। গত ১০ সেপ্টেম্বর প্রীতি ম্যাচে ৪-১ গোলে জাপানের কাছে হেরে লজ্জায় ডোবে জার্মানরা। এমন পরিস্থিতিতে ৫৮ বছর বয়সী অভিজ্ঞ কোচ হ্যান্সি ফ্লিককে সরিয়ে দিয়ে নাগেলসম্যানের ঘাড়ে দায়িত্ব দিল জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন।
অবশ্য নাগেলসম্যানের সম্প্রতির অতীতটাও তিক্তকর। গেলে মার্চে তাকে বায়ার্ন থেকে বরখাস্ত করা হয়। খবর জার্মান সংবাদ মাধ্যম বিল্ড’র।
২০২৪ সালে জার্মানের ঘরের মাটিতে হতে যাচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। মূলত ইউরোপীয় শ্রেষ্ঠত্ব ও মর্যাদার এ আসর ভালো করার আশায় জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন বেছে নিয়েছে নাগেলসম্যানকে।
নাগেলসম্যান ২০২১ সালের জুলাইয়ে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের দায়িত্ব পেয়েছিলেন। তার ম্যানেজারের দায়িত্ব পালনকালে ৮৪ ম্যাচ খেলে ৬০টিতেই জয় পায় বাভারিয়ানরা। তবে বায়ের লেভারকুসেনের বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়ার পর তাকে বরখাস্ত করে বায়ার্ন।
বিডি/এসআর/এমকে