বাংলাদেশে কিচেন মার্কেট নির্মাণ করতে চায় ভারত

১৭ জানুয়ারী ২০২২

বাংলাদেশের বিভিন্ন এলাকায়  নিজস্ব অর্থায়নে  কিচেন মার্কেট নির্মাণ করতে চায় প্রতিবেশি দেশ ভারত। এ মার্কেটে শুধু অভ্যন্তরীণভাবে স্থানীয় জনগণের উৎপাদিত ও তৈরি পণ্য বেচাকেনা হবে। বর্তমানে ছড়িয়ে ছিটিয়ে হওয়া কেনাবেচাকে একটা কাঠামোর ভেতরে, সুন্দরভাবে করতে এ মার্কেট তৈরি করে দেওয়ার আগ্রহ ব্যক্ত করেছে দেশটি।  সোমবার (১৭ জানুয়ারি) সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। এর আগে সচিবালয়ে নিজের দফতরে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে বৈঠক করেন  তিনি । বৈঠকেই ভারতীয় হাইকমিশনার এ প্রস্তাব দেন বলে জানান মন্ত্রী তাজুল।

তাজুল ইসলাম বলেন, এ মার্কেট নির্মাণ খুব ব্যয়বহুল না। সরকার নিজেদের উদ্যোগে করছে। তারপরও ভারত  বন্ধুত্বের নিদর্শন স্বরূপ কিছু অবদান রাখতে চায়, উন্নয়ন কাজে অংশ নিতে চায়।  তিনি জানান,  যখন ভারত এ বিষয়ে  জানাবেন, তখন  উদ্যোগ নেওয়া হবে। আমার মনে হয় না- কোনও দোষের কিছু হবে।

এমকে


মন্তব্য
জেলার খবর