সিলেটের গোলাপগঞ্জে বুধবার রাত আড়াইটার দিকে পৃথক দুই জুয়াড় আসর থেকে সব মিলে ১৮জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়। উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের নুরজাহানপুর গ্রামে ও পৌর এলাকায় উত্তরবাজার সংলগ্ন মাছবাজারের একটি মাছের আড়তে জুয়ার আসর চলছিল।
গ্রেফতারকৃতরা হলো- পৌর এলাকার স্বরসতী গ্রামের মৃত আনফর আলীর ছেলে আলী হোসেন (৪১), মৃত নজির আলীর ছেলে দুলাল আহমদ (২৮), মৃত জুলু মিয়ার ছেলে সাকেল উরফে লাদেন (২২), মৃত হাসান আলীর ছেলে আলীম উদ্দিন (৪৫), বাঘা লালনগর গ্রামের বাতির আলীর ছেলে বাবলু মিয়া (৩৫), মৃত নসির উদ্দিনের ছেলে জুমন আহমদ (২৫), মৃত খালিক মিয়ার ছেলে মো. নুরুল ইসলাম (৫০), মৃত তরিক উল্লাহর ছেলে আজিম উদ্দিন উরফে মো. বিরু (৩৪), আসাব আলীর ছেলে রশিদ আহমদ (৩৫), শরীফগঞ্জ ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের জাফর আলীর ছেলে রকিব মিয়া (২৮), পানিয়াগা গ্রামের মৃত মখলিছ আলীর ছেলে জায়েদুর রহমান (৪৫), মৃত খোকন মিয়ার ছেলে নূর মিয়া (৪৫), মৃত সুরুজ আলীর ছেলে মাহতাব উদ্দিন মাতাব (৫৩), মৃত রজব আলীর ছেলে স্বপন আহমদ (৩৭), ইসলামপুর গ্রামের মিজান মিয়ার ছেলে রুবেল আহমদ (২৬), মৃত আবুল কাশেমের ছেলে রশিদ মিয়া (৩০), মৃত আব্দুল ছোবহানের ছেলে হবি আলম (৩৫), কাদিপুর গ্রামের মৃত কদুমনি বিশ্বাসের ছেলে অজয় বিশ্বাস (৩২)।
জানা যায়, নুরজাহানপুর গ্রামে চলা জুয়ার আসর থেকে ৯জন গ্রেফতার করা হয়। মাছের আড়তে চলা জুয়ার আসর থেকেও ৯জনকে গ্রেফতার করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, জুয়াড়িদের গ্রেফতারের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।
বিডি/সাকিব আল মামুন/সি/এমকে