৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে নিউজিল্যান্ড। বুধবার স্থানীয়
সময় সকালের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কেন্টাবারির অ্যাসবার্টন
লেক অঞ্চল। মাটি থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। খবর ডেইলি মেইলের।
ব্রিটিশ এ সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কেন্টাবারির
অ্যাসবার্টন লেক অঞ্চল, যা ক্রাইস্টচার্চ থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত। আর মাটি
থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।
ভূমিকম্পটি এক মিনিটেরও বেশি সময় ধরে স্থায়ী হয়েছিল বলে জানিয়েছেন দেশটির
নাগরিকরা। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ডেইলি মেইলের খবরে বলা হয়, প্রাথমিক অবস্থায় বলা হয় যে, রিখটার স্কেলে ভূমিকম্পটির
মাত্রা ছিল ৫ দশমিক ৮। পরে এই তথ্য পরিবর্তন করে বলা হয়, এটি ছিল ৬ দশমিক ৪ মাত্রার
ভূমিকম্প। কিন্তু পরবর্তীতে জিওনেট জানায়, বুধবার আঘাত হানা ভূমিকম্পটি ছিল ৬ দশমিক
২ মাত্রার।
আরআই