দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। আর দু’সপ্তাহ পর পর্দা নামবে বিশ্ব ক্রিকেটের
সবচেয়ে বড় আসরের। এবারের আয়োজক ভারত। ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে উত্তাপ শুরু হয়ে
গেছে। এবার মুক্তি পেলো বিশ্বকাপের থিম সিং।
বুধবার দুপুরে ১২টায় মুক্তি দেওয়া হয় ওয়ানডে বিশ্বকাপের থিম সং ‘দিল জশন
বলে’র। এবারের আয়োজক যেহেতু ভারত, তাই হিন্দি ভাষায় গানটি মুক্তি দিয়েছে ভারত। গানে
পারফরম্যান্স করেছে বলিউড সুপারস্টার রনবীর সিং। আগেই এ থিম সং-এর পোস্টার প্রকাশ করা
হয়েছিল।
৩ মিনিট ২১ সেকেন্ডের গানটির সুর করেছেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক প্রিতম।
গানটিতে একটি ট্রেনের আবহ ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে যাত্রীদের সাথে বিশ্বকাপের উত্তাপ
ছড়ানো গানে মাতেন বলিউড হিরো রনবীর সিং ও গানের সুরকার প্রীতম।
আরআই