আইন হয়ে গেলেও আপাতত এনআইডি (জাতীয় পরিচয় পত্র) নিবন্ধন কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে যাচ্ছে না। মন্ত্রণালয়ের অফিস, লোকবলসহ অন্যান্য প্রস্তুতি শেষ না হওয়া এবং আইনটি কার্যকরের আগ পর্যন্ত ইসিতেই থাকছে এটা।
বুধবার (২০ সেপ্টেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
জাহাংগীর আলমের দেওয়া তথ্যমতে, সরকার গেজেট প্রজ্ঞাপন দিয়ে এ আইন কার্যকর করার তারিখ নির্ধারণ করবে। আইন কার্যকরের তারিখ নির্ধারণ না হওয়া পর্যন্ত এনআইডি কার্যক্রম যেভাবে আছে, সেভাবেই থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পূর্ণ প্রস্তুতি (দফতর ও জনবল) সম্পন্নসহ তারিখ নির্ধারণ না করা পর্যন্ত এ কাজ ইসিই পরিচালনা করবে।
বিডি/এন/এমকে