দুর্গাপূজায় ভারতে যাবে ৩৯৫০ টন ইলিশ

নিজস্ব প্রতিবেদক
২০ সেপ্টেম্বর ২০২৩

চলতি বছরের দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে হাজার ৯৫০ টন ইলিশ রফতানি করা হবে। শর্ত সাপেক্ষে ৭৯টি প্রতিষ্ঠানকে এ রফতানির অনুমতি দেওয়া হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠান ৫০ টন করে ইলিশ রফতানি করতে পারবে।

দুর্গাপূজা উপলক্ষ্যে ইলিশ রফতানি সংক্রান্ত আবেদনগুলো যাচাই-বাছাই শেষে এসব প্রতিষ্ঠানকে অনুমতি দেয় সরকার। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত  ইলিশ রফতানি করা যাবে।

বুধবার (২০ সেপ্টেম্বরÑ বাণিজ্য মন্ত্রণালয় থেকে সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে। চিঠিতে থাকা শর্তে বলা হয়- রপ্তানি নীতি ২০২১-২০২৪ এর বিধি-বিধান অনুসরণ করতে হবে। অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ রফতানি করা যাবে না। প্রতিটি পণ্যচালান রফতানির সময় এসোডা ওয়ার্ল্ড সিস্টেম পরীক্ষার মাধ্যমে অতিরিক্ত পণ্য রফতানি না করার বিষয়টি নিশ্চিত হবে শুল্ক কর্তৃপক্ষ। সরকার প্রয়োজনে যে কোনো সময় রফতানি বন্ধ করতে পারবে।

 

বিডি/ই/এমকে


মন্তব্য
জেলার খবর