ডেঙ্গুর ভয়াবহতা বিগত বছরকে হার মানিয়েছে। এ পর্যন্ত জ্বরটিতে ৮শ’র বেশি
মানুষ প্রাণ হারিয়েছেন। ডেঙ্গুর প্রকোপ কমাতে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ২০ লাখ
পিস আইভি ফ্লুইড কেনার নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা
কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ
প্রস্তাবের নীতিগত অনুমোদন দেয়া হয়।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, ডেঙ্গু
মোকাবিলায় জরুরি ভিত্তিতে ২০ লাখ পিস আইভি ফ্লুইড সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার প্রস্তাব
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পক্ষ থেকে এসেছিল। মন্ত্রিসভা এ প্রস্তাব
অনুমোদন দিয়েছে।
তিনি আরও জানান, ২০ লাখ পিস আইভি ফ্লুইড’র মধ্যে ১২ লাখ পিস নর্মাল স্যালাইন (এক হাজার
এমএল) ও ৮ লাখ পিস গ্লুকোজ স্যালাইন (এক হাজার এমএল)। স্বাস্থ্যসেবা বিভাগের অধীন এসেনসিয়াল
ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) মাধ্যমে এই আইভি ফ্লুইড কেনা হবে।
তবে এবারই প্রথম সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার অনুমোদন দেয়া হয়েছে কি না
জানাতে পারেননি তিনি।
আরআই