ছয় কিশোর-কিশোরীর অপরিপক্ক সিদ্ধান্তে বাধা দিল পুলিশ

১৩ মার্চ ২০২১

 

চট্টগ্রাম সংবাদাতা

অপরিণত বয়সে ঘর বাধতে একসঙ্গে ঘর ছেড়েছিল ছয় কিশোর-কিশোরী। কিন্তু আইনসিদ্ধ না হওয়ায় তাদের এই অপরিপক্ক সিদ্ধান্তে বাধা দিয়েছে পুলিশ। নিজেদের হেফাজতে নেওয়ার পরে তাদের হস্তান্তর করা হয়েছে প্রত্যেকের অভিভাবকের কাছে। ঘটনাটি চট্রগ্রামের কোতয়ালী থানা এলাকার।

শনিবার (১৩ মার্চ) দুপুর ১২টার দিকে তাদের হস্তান্তর করা হয়। এর আগে শুক্রবার (১২ মার্চ) রেলওয়ে স্টেশনে সন্দেহজনক চলাফেরার সময় তাদেরকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। এরপর তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।

এই ছয় কিশোর-কিশোরীর সবাই স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থী। পাঁচ জনের বাড়ি ঢাকার ধামরাইয়ে, বাকিজনের বাড়ি কুমিল্লার লাকসামে। হস্তান্তরকালে সমাজ সেবা কর্মকর্তাসহ জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

সহকারি পুলিশ কমিশনার নোবেল চাকমা বলেন, হেফাজতে নেওয়ার আগে স্টেশনে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। এই সময় তাদের দুইজন নিজেদের স্বামী-স্ত্রী, এবং বাকিরা বন্ধু-বান্ধবী পরিচয় দেয়। তাদের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় থানায় নিয়ে আসা হয়। সেখানে জিজ্ঞাসাবাদে তারা জানায়- বিয়ে করার জন্য তারা পালিয়ে চট্টগ্রাম এসেছে।

নোবেল চাকমা আরও বলেন, তাদের বয়স কম। চট্টগ্রামে তাদের কোনো আত্মীয়-স্বজন, চেনা-পরিচিত লোকজনও নেই। যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারতো। এই বয়সে বিয়েও আইনসিদ্ধ নয়। সেজন্য তাদের থানায় নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিকেটি/এমকে

 


মন্তব্য
জেলার খবর