সাতক্ষীরায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্য আটক

Super Admin
২০ সেপ্টেম্বর ২০২৩

সাতক্ষীরায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে তাদের সদর উপজেলার  বালিয়াডাঙ্গা এলাকা থেকে আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে- দেবহাটা এলাকার আজিজুল জোয়ার্দ্দার মিস্ত্রির ছেলে মিজানুর রহমান মিজান (৩০), পাটকেলঘাটা ওভারব্রীজ এলাকার  জয়নাল মোড়লের ছেলে শরিফুল ইসলাম (৩২) কুমিরা এলাকার মনিরুল ইসলামের ছেলে শামীম হোসেন শাহীন (৩৭)

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, বাইপাস সড়কের বালিয়াডাঙ্গা এলাকার জনৈক মিজানুর স্টোরের সামনে কয়েকজন ব্যক্তি অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। সময় ডাকাত দলের সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি  রামদা, একটি লোহার শাবল, একটি লোহার পাইপ, একটি তালাকাটা কাটার এবং একটি চাপাতি উদ্ধার করা হয়। ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

 

বিডি/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর