বেশ কিছুদিন হচ্ছে অস্থির দেশের আলুর বাজার। বাজার দর সামাল দিতে সরকার আলুর দাম নির্ধারণ করে দিয়েছে। কিন্তু এখনও নির্ধারিত দামে আলু বিক্রি হচ্ছে না কোথাও। কারণ যৌথভাবে সিন্ডিকেটের মাধ্যমে আলুর বাজার অস্থির করে তোলা হয়েছে। এ সিন্ডিকেটের সঙ্গে অসাধু ব্যবসায়ী ও কোল্ড স্টোরেজের মালিক জড়িত।
এ সিন্ডিকেটের কথা সামনে এনেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান। তিনি বলছেন,কৃষকদের ঋণ দিয়ে স্বল্পমূল্যে আলু এনে হিমাগারে রেখে মুনাফা লুটছে এ সিন্ডিকেট। এসব সিন্ডিকেট ভাঙার চেষ্টা করা হচ্ছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) রংপুর নগরীর উত্তম হাজীরহাট এলাকায় আরমান কোল্ডস্টোরেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে আলুর বাজার পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন ভোক্তা অধিকার প্রধান।
আলুর বাজার নিয়ন্ত্রণ প্রসঙ্গে এএইচএম সফিকুজ্জামান জানান, আরও ৩-৪ দিন দেখা হবে। এরমধ্যে বাজার স্থিতিশীল না হলে ডিমের মতো আলু আমদানির জন্য সরকারের কাছে সুপারিশ করা হবে। যদিও বাজারে এখনো দুই মাসের আলুর মজুদ আছে। তারপরও বাজার স্থিতিশীল না হলে কঠোর অবস্থান নেবে সরকার।
বিডি/আরআই/এন/ এমকে