ক’দিন বাদেই মাঠে গড়াতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসরের। এবারের
ওয়ান ডে বিশ্বকাপর আয়োজক ভারত। ইতোমধ্যে বিশ্বকাপের থিম সং প্রকাশ করেছে দেশটি। এর
আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের
ওয়ানডে সিরিজে কাল মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদশ সময় দুপুর ২টায় মিরপুর শের-ই-বাংলা
ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
নিউজিল্যান্ডের বিপক্ষে দলে নেই অধিনায়ক সাকিব আল হাসান। তাকে বিশ্রাম দিয়েছে
বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এছাড়া বিশ্রামে রয়েছেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ
এবং পেসত্রয়ী তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
এদিকে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তামিম ইকবাল। দলে জায়গা হয়েছে মাহমুদুল্লাহ
রিয়াদের। এছাড়া রয়েছে সৌম্য সরকারও। দলে ডাক পেয়েছেন তিন নতুন মুখ জাকির হাসান, রিশাদ
হোসেন ও খালেদ আহমেদ। তিনজনই আছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায়।
সাকিবের অনুপস্থিতিতে এই সিরিজে দলের নেতৃত্ব থাকবেন লিটন দাস। বুধবার ম্যাচপূর্ব
সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘আসলে এ সিরিজের আগে কাজ করার তো সুযোগ নেই। যা করার মানসিকভাবে
করতে হয়েছে, মাইন্ড গেম খেলতে হচ্ছে। দেখি কতটুকু সফল হওয়া যায়। টেকনিক্যালি তো কিছু
করতে পারিনি, গত কিছুদিন অনুশীলন করতে পারিনি। জানি না আজও কতটুকু প্র্যাকটিস করতে
পারব। হয়তো অনুশীলন ছাড়াই মূল ম্যাচ খেলতে হতে পারে। এটি মানসিকতার খেলা।’
বাংলাদেশ স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহিদ
হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর
রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন, খালেদ আহমেদ।
আরআই