ভোরে মেসির ক্লাবের খেলা

রবি
২০ সেপ্টেম্বর ২০২৩

যুক্তরাষ্ট্রের ফুটবল ক্লাব ইন্টার মায়ামিতে লিওনেল মেসি যোগদানের পর থেকে বদলে গেছে ক্লাবটি। শিরোপার স্বাদ দিয়েছেন ক্লাবটিকে। আগামীকাল ভোরে টরোন্টোরে বিপক্ষে মাঠে নামবেন মেসি। ফ্লোরিডার ডিআরভি পিএনকে স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।

 

মেজর লিগে পূর্ব অঞ্চলের ১৫ দলের মধ্যে সবার শেষে অবস্থান টরোন্টোর। মায়ামির অবস্থানও এর আগে। ১৪ নম্বরে আছে মেসির দল। তবে দলে মেসি থাকায় ক্লাবটি আগের মতো নেই। শক্তিশালী হয়ে উঠেছে।

 

ম্যাচের আগে অনুশীলন করেছেন মেসি। তবে কাল মাঠে নামবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে অনুশীলনে তাকে সতেজ ও সাবলীল লেগেছে। মেসি প্রসঙ্গে মায়ামি কোচ বলেন, ‘আমাদের কোনো তাড়া নেই। যদি তিনি ভালো থাকেন এবং আত্মবিশ্বাসী থাকেন, তাহলে তিনি টরোন্টোর বিপক্ষে খেলবেন। যদি তা না হয়, আমরা তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করব।’

 

আরআই


মন্তব্য
জেলার খবর