ফুটবলে বিখ্যাত হলে ক্রিকেটে যুক্তরাষ্ট্রকে চেনে না কেউ। তবে আগামী বছর
অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর আয়োজক তারা। যৌথভাবে ওয়েস্ট ইন্ডিজের সাথে
আয়োজন করবে দেশটি। প্রথমবারের মতো ক্রিকেটের বড় কোনো আসর আয়োজন করযে যাচ্ছে দেশটি।
ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে তিনটি স্টেডিয়াম নির্বাচন করেছে আমেরিকা।
বুধবার ভেন্যগুলোর নাম প্রকাশ করেছে আইসিসি। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে
বিষয়টি জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
যুক্তরাষ্ট্রের তিনটি শহর নিউইয়র্ক, ফ্লোরিডা ও ডালাসের তিনটি ভেন্যুতে
অনুষ্ঠিত হবে মার্কিন পর্বের খেলা। নিউইয়র্কের নাসাউ কাউন্টি, ফ্লোরিডার ব্রোওয়ার্ড
কাউন্টি ও ডালাসের গ্র্যান্ড প্রায়ারে স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে চূড়ান্ত করেছে আইসিসি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু হবে ২০২৪ সালের ৪ জুন। শেষ হবে ৩০
জুন। আসরে প্রথমবারের মতো অংশ নেবে ২০টি দল।
আরআই