মন্তব্য
নিত্যপণ্যের আকাশ ছোঁয়া দামে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। ক্রয় ক্ষমতার
বাইরে চলে যাচ্ছে নিত্যপণ্য। এ অবস্থায় নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে সরকার সব রকম
চেষ্টা করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বুধবার রাজধানীর গুলশানে আয়োজিত এক অনুষ্ঠান শেষে মন্ত্রী এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমাদের এমন কোনো ব্যবস্থা নেওয়া ঠিক হবে না, যাতে
করে সাপ্লাই চেইনটা বন্ধ হয়ে যায়। এতে ভোক্তাদের কষ্ট আরও বাড়বে। এসব কারণেই আমাদের
সবদিক লক্ষ্য রেখে কাজ করতে হয়।’
মন্ত্রীআরো বলেন, ‘মূল্যস্ফীতির কারণে বিশ্বের অনেক দেশ সঙ্কটে পড়েছে। এরমধ্যে
আবার অনেক দেশ ভালোও করছে। আমরাও এ সঙ্কট কাটিয়ে ওঠার চেষ্টা করছি।’
আরআই