দুর্গাপূজা উপলক্ষে ১৯ টন ইলিশ ভারতে পাঠানো হয়েছে। বুধবার রাতে বরিশাল
থেকে ভারতে ইলিশ মাছ পাঠানো শুরু হয়। বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়ার পর প্রথম
চালান ভারতে গেল বলে জানিয়েছেন রপ্তানিকারী প্রতিষ্ঠান মাহিমা এন্টারপ্রাইজের মালিক
নিরব হোসেন টুটুল।
টুটুল জানান, ‘বরিশাল থেকে পাঁচটি প্রতিষ্ঠান ভারতে ইলিশ পাঠানোর অনুমতি
পেয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো মাহিমা এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, মাসফি এন্টারপ্রাইজ,
এআর এন্টারপ্রাইজ ও সি গোল্ড এন্টারপ্রাইজ।’
টুটুল আরও বলেন, ‘প্রত্যেক প্রতিষ্ঠান ৫০ টন করে ইলিশ মাছ পাঠানোর অনুমতি
পেয়েছে। অনুমতি পেয়ে বরিশাল নগরীর পোর্ট রোড মোকাম থেকে বুধবার রাতে প্রথম চালানে ১৯
টন ইলিশ গেছে ভারতে। বেনাপোল সীমান্ত দিয়ে এ ইলিশ ভারতে প্রবেশ করেছে।
আরআই