চীনে টর্নেডোতে পাঁচজনের প্রাণহানি

International
২১ সেপ্টেম্বর ২০২৩

শক্তিশালী টর্নেডোর আঘাতে চীনে পাঁচজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। আহতদের অবস্থা গুরুতরও বলে জানা গেছে। মঙ্গলবার চীনের পূর্বাঞ্চলের জিয়াংসু প্রদেশের সুকিয়ানে শহরে এ টর্নেডো আঘাত হানে বলে জানিয়েছে দেশটির সরকারি গণমাধ্যম সিসিটিভি।

 

সিসিটিভি জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে সাড়ে পাঁচ হাজারেরও বেশি মানুষ। ধ্বংস হয়ে গেছে ১৩৭টি বাড়ি। টের্নেডোর জেরে ৪শ’ লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

 

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম পিপলস ডেইলি সামাজিক যোগাযোগ মাধ্যমে টর্নেডোর সময়ের কয়েকটি ভিডিও পোস্ট করেছে। এতে দেখা যায়, প্রবল বাতাস আবাসিক বাড়িগুলোর ধ্বংসাবশেষ উড়িয়ে নিয়ে যাচ্ছে। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন জিনিস।

 

আরআই


মন্তব্য
জেলার খবর