ইরানে হিজাব না মানলে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড

রবি
২১ সেপ্টেম্বর ২০২৩

নারীদের পর্দার ব্যাপারে একটুও ছাড় দিতে নারাজ ইরান। নারীদের পোশাকের বিষয়ে আরও কঠোর হওয়ার কথা জানিয়েছে দেশটির সরকার। এ নিয়ে দেশটির সংসদে বুধবার একটি বিল পাস হয়েছে। এতে পর্দা লঙ্ঘনে নারীদের ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে বলে জানানো হয়েছে। খবর দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনার।

 

ইরনা জানিয়েছে, সংসদ ট্রায়াল সময় হিসেবে তিন বছরের জন্য হিজাব ও পর্দার সংস্কৃতি সমর্থনের জন্য ওই বিল অনুমোদন করেছে।

 

 

নতুন পাস হওয়া খসড়া আইনে বলা হয়েছে, বিদেশি বা শত্রু সরকার, মিডিয়া, গোষ্ঠী বা সংস্থার সহযোগিতায়’ হেডস্কার্ফ বা উপযুক্ত পোশাক পরতে ব্যর্থ হলে নারীদের পাঁচ থেকে দশ বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে হবে।

 

তবে বিলটি এখনও আইনে পরিণত হয়নি। আইনে পরিণত করতে এখনও ইরানের গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন প্রয়োজন হবে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর