রুশ শান্তিরক্ষীদের হস্তক্ষেপে নাগারনো-কারাবাখে যুদ্ধবিরতি

রবি
২১ সেপ্টেম্বর ২০২৩

রুশ শান্তিরক্ষীদের প্রস্তাবিত যুদ্ধবিরতি মেনে নিয়ে বিচ্ছিন্নতাকামী নাগারনো-কারাবাখে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সংশ্লিষ্ট সব পক্ষ। আজ বৃহস্পতিবার আজারবাইজান ও আর্মেনিয়া শান্তি আলোচনা শুরু করবে বলে জানা গেছে। স্থানীয় মিডিয়া জানিয়েছে আজারবাইজানের ইয়েভলাখে এ আলোচনা অনুষ্ঠিত হবে।

 

২০২০ সালের চুক্তি অনুযায়ী ওই এলাকা থেকে আর্মেনিয়ার সৈন্য প্রত্যাহার করার কথা। স্থানীয় মিলিশিয়া বাহিনীও চুক্তি অনুযায়ী ভেস্তে দেয়ার কথা। তাছাড়া সেখানে পুঁতে রাখা মাইনও অপসারণ করার কথা। কিন্তু আর্মেনিয়া তা করেনি বলে অভিযোগ আজারবাইজানের। দেশটির অভিযোগ, আর্মেনিয়া ২০২০ সালের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নাগারনো-কারাবাখে সামরিক শক্তি বাড়িয়েছে।

 

পার্বত্যঘেরা নাগারনো-কারাবাকের  বেশির ভাগ অধিবাসীই জাতিগতভাবে আর্মেনিয়ান ও খ্রিস্টান। অন্যদিকে আজারবাইজান হলো মুসলিমপ্রধান দেশ। তবে তেল-সমৃদ্ধ এ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের বলে স্বীকৃত। এ জন্য এ অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নতে চায় দেশটি।

 

তারা সেখানকার আর্মেনিয়ানদের আজারবাইজানের নাগরিকত্ব গ্রহণ, কিংবা সেখান থেকে চলে যাওয়ার প্রস্তাব দিয়েছে।

 

গত মঙ্গলবার থেকে শুরু হওয়া আজারবাইজানের সন্ত্রাসবিরোধী যুদ্ধে অন্তত ১০০ ব্যক্তি নিহত হয়েছেন বলে নাগারনো-কারাবাখের এক কর্মকর্তা জানিয়েছেন। তবে এ ব্যাপারে কোনো কিছু বলেনি আজারবাইজান।

 

আল জাজিরা/আরআই


মন্তব্য
জেলার খবর