দলে না থাকায় শেষ ম্যাচে আটলান্টার বিপক্ষে হেরে মেজর লিগ সকারের প্লে অফ
অনিশ্চিত হয়ে পড়েছিল ইন্টার মায়ামির। দলে ফিরেই জয় এনে দিলেন লিওনেল মেসি। তবে প্রথম
হাফের পর ইনজুরির কারণে তাকে উঠিয়ে নেওয়া হয়েছে। যা নিয়ে মায়ামি শিবিরে দুশ্চিন্তা
দেখা দিয়েছে।
এমএলএসে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) টরেন্টোর বিপক্ষে ৪-০ গোলের সহজ জয়
পেয়েছে ইন্টার মিয়ামি। ফ্যাকুন্ডো ফারিয়াস, বেঞ্জামিন ক্রেমাসচি এবং জোড়া গোল করেছেন
রবার্ট টেলর।
মায়ামির ডিফেন্ডার ম্যাচের আগেই বলেছিলেন, একাদশে মেসি থাকা মানেই জয় নিশ্চিত।
কারণ প্রতিপক্ষ দলের ফুটবলাররা মেসিকে দেখলেই নাকি মানসিকভাবে চাপে থাকেন। আর সে সুযোগটাই
লুফে নিয়েছে মায়ামি। মেসির প্রত্যাবর্তনের ম্যাচে সহজ জয় পেয়েছে মায়ামি।
এ জয়ে ইস্টার্ন কনফারেন্স টেবিলের ১৩তম স্থানে উঠল মায়ামি। আর ২৯ দলের লিগে
তাদের অবস্থান ২৫তম।
আরআই