মন্তব্য
বেশ কিছুদিন ধরে ডিমের বাজার চড়া। মাংসের দাম বৃদ্ধির পর ডিমের দাম বাড়ায়
নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। এ অবস্থায় দেশে ডিমের বাজার স্থিতিশীল করতে ভারত থেকে
ডিম আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রাথমিকভাবে ছয়টি প্রতিষ্ঠান এ ডিম
আমদানি করার সুযোগ পাবে।
প্রতিষ্ঠানগুলো হলো- চিজ গ্যালারি, পপুলার ট্রেড সিন্ডিকেট, এম/এস রিপা
এন্টারপ্রাইজ, এস এম করপোরেশন, বিডিএস করপোরেশন ও মেসার্স জয়নুর ট্রেডার্স।
১৮ সেপ্টেম্বর চার প্রতিষ্ঠানকে চার কোটি ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়েছিল।
এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে দুই দফায় ১০ কোটি ডিম আমদানির অনুমোদন দেওয়া হলো।
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো: হায়দার আলী বিষয়টি
নিশ্চিত করেছেন।
আরআই