ভারতের সাথে রুপিতে লেনদেনের অনুমতি পেল আরো ২ ব্যাংক

রবি
২১ সেপ্টেম্বর ২০২৩

বাংলাদেশের আরো দু’টি ব্যাংককে ভারতের সাথে রুপিতে লেনদেন করার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যাংক দুটি হলো- ইসলামী ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এ বছরের জুলাইয়ে আরো দু’টি ব্যাংককে রুপিতে লেনদেনের অনুমতি দেওয়া হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: মেজবাউল হক বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

তিনি বলেন, ভারতীয় মুদ্রায় বাণিজ্য পরিচালনার অনুমতি চেয়ে আবেদন করেছে বেশকিছু ব্যাংক। বর্তমানে রুপিতে বাণিজ্য পরিচালনা করা ব্যাংকের সংখ্যা ৪টি।

 

এ বছরের ১১ জুলাই সোনালী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডকে ভারতের সাথে রুপিতে লেনদেনের অনুমতি দেওয়া হয়। আরও বেশকিছু ব্যাংক রুপিতে লেনদেনের অনুমতি চেয়ে আবেদন করেছে বলে জানান মেজবাউল হক।

 

ব্যাংকগুলোর আবেদন বর্তমানে পর্যালোচনাধীন। যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে রুপিতে লেনদেনের জন্য আরও ব্যাংককে অনুমতি দেয়া হবে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর