বর্তমান শেখ হাসিনার সরকার পদত্যাগ না করলে দেশ সংঘাতের দিকে যাবে বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আওয়ামী লীগ যেভাবে এগুচ্ছে তাতে জনগণ রুখে দাঁড়াবে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। শেখ হাসিনার সরকার থাকলে, এটা সংঘাতের দিকে যাবে, আরও খারাপের দিকে যাবে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ আশঙ্কা প্রকাশ করেন। রাজধানী ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ হতে পারে না, এটা পরীক্ষিত। জনগণ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে না। তাই জনগণই তাদের অধিকার আদায় করবে।
সরকারের উদ্দেশে বলেন- দেশকে, গণতন্ত্রকে ও মানুষের অধিকার রক্ষার জন্য, মানুষের কল্যাণের জন্য পদত্যাগ করেন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যেন ভোট দিয়ে তাদের সরকার নির্বাচিত করতে পারে তার ব্যবস্থা করেন।
বিডি/আরডি/এমকে