পশ্চিমা দেশগুলো ইসালামি বিধি-বিধানকে যেন সহ্যই করতে পারছে না। বিশেষ করে
নারীদের হিজাবের ব্যাপারে বেশ অসহনীয় হয়ে উঠেছে পশ্চিমা দেশগুলো। এবার সুইজারল্যান্ডও
বোরখা নিষিদ্ধের ঘোষণা দিয়েছে। কেবল নিষিদ্ধ করে থামেনি দেশটি। বোরখা পরলে ১১শ’ ডলার
জরিমানার ঘোষণাও দিয়েছে দেশটি। তবে দেশটির এমন সিদ্ধান্তে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছে
মুসলিমরা।
বুধবার বোরকাসহ সমস্ত মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা জারি করে একটি বিল পাস
করে সুইজারল্যান্ডের পার্লামেন্ট। সংসদের উচ্চকক্ষে আগেই বিলটি পাশ হয়েছিল। এবার তা
আইনে পরিণত হলো।
নতুন এ আইন বলা হয়েছে, এখন থেকে বোরকাসহ সমস্ত মুখঢাকা পোশাক দেশটিতে নিষিদ্ধ
করা হলো। এর ব্যতিক্রম করলে দোষীদের ১ হাজার সুইস ফ্রাঙ্ক বা প্রায় ১ হাজার ১০০ মার্কিন
ডলারের জরিমানা করা হবে।
আরআই