ক্রিস্টিয়ানো রোনালদোর পর ইউরোপের ক্লাব ছেড়ে সৌদি ক্লাবে খেলতে গেছেন ব্রাজিলিয়ান
তারকা নেইমার। সৌদির আল হেলাল ফুটবল ক্লাবের হয়ে খেলছেন তিনি। ক্লাবটির হয়ে তিন ম্যাচ
খেলে ফেলেছেন নেইমার। তবে পাননি একটিও গোলের দেখা।
সৌদি প্রো লিগে দামাকের বিপক্ষে বৃহস্পতিবার ১-১ গোল সমতা নিয়ে মাঠ ছেড়েছে
নেইমারের আল হিলাল।
এদিকে ইউরোপ ছেড়ে সৌদি ক্লাবে যোগ দিয়ে অভিষেকেই গোলের দেখা পান রোনালদো।
গোলের দেখা পেয়েছেন করিম বেনজেমাও। তবে গোলশূন্য রইলেন নেইমার।
১৬ সেপ্টেম্বর আল হিলালে অভিষেক হয় নেইমারের। সে ম্যাচে গোলের দেখা না পেলেও
একটি অ্যাসিস্ট করেছিলেন। আল রিয়াদকে ৬-১ গোলে হারিয়েছিল তার দল। হিলালের হয়ে নেইমার
দ্বিতীয় ম্যাচ খেলেন গত ১৯ সেপ্টেম্বর এএফসি চ্যাম্পিয়ন্স লিগে। সে ম্যাচেও জালের দেখা
পাননি ব্রাজিলিয়ান তারকা। নভবাহরের বিপক্ষে ১-১ গোলের সমতায় নিয়ে মাঠ ছাড়তে হয় তার
দলকে। আর তৃতীয় ম্যাচে ফের সৌদি প্রো লিগে খেলেছেন দামাকের বিপক্ষে। লিগের অপেক্ষাকৃত
দূর্বল দল হলেও নিজেকে রাঙাতে পারেননি নেইমার।
আরআই