দেশের বিভিন্ন জেলায় ঝড়ের পূর্বাভাস, রয়েছে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

রবি
২২ সেপ্টেম্বর ২০২৩

ঋতুচক্রে বাংলাদেশে এখন শরৎকাল। অন্যতম সুন্দর একটি ঋতু এটি। আকাশে হরহামেশাই মেঘের দেখা মেলে। আকাশ কালো করে আবার ঝমঝমিয়ে নামে বৃষ্টি। আজও সারাদেশের অন্তত ১৮টি জেলায় ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেইসাথে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভবনাও রয়েছে।

 

শুক্রবার দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

 

আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

 

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

 

আবহাওয়া অফিসের অপর এক বার্তায় বলা হয়, সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর সঙ্গে রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 


মন্তব্য
জেলার খবর