দেশের সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে বিশ্বের অংশীদাররা যাতে তাদের
সহায়তার হাত প্রসারিত করতে পারে এ জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র তুলে ধরেছেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা। তিনি বলেছেন, সার্বজনীন স্বাস্থ্য সেবা সবচেয়ে উচ্চাভিলাষী অথচ এটি এসডিজি’র
অর্জনযোগ্য লক্ষ্যমাত্রা। বাংলাদেশ সরকার স্বাস্থ্যসেবায় বিনিয়োগের জন্য সকলের প্রবেশাধিকার
নিশ্চিত করছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার জাতিসঙ্ঘ সদর দফতরে ‘ইউনিভার্সাল হেলথ কভারেজ (ইউএইচসি)’-বিষয়ক
ইউএনজেএ’র উচ্চ পর্যায়ের সভায় দেয়া বক্তেব্যে তিনি এসব কথা বলেন।
তিনি যে ক্ষেত্রগুলো উল্লেখ করেছেন তা হলো-
১. শিশু, মা ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্যের জন্য টেকসই উন্নয়ন সহায়তা
এবং অভিবাসীদের স্বাস্থ্য ও জলবায়ু-স্বাস্থ্য।
২. সকলের জন্য স্বাস্থ্য আইডিসহ একটি আন্ত:পরিচালন পদ্ধতি ও ডেটা-চালিত
স্বাস্থ্য তথ্য সিস্টেম বিকাশে দক্ষতা ভাগ করে নেওয়া।
৩. বাংলাদেশের প্রেক্ষাপটে উপযোগী একটি শক্তিশালী স্বাস্থ্য বিমা প্রকল্প
গড়ে তুলতে সহায়তা প্রদান।
৪. দ্রুত বর্ধনশীল স্বাস্থ্য-প্রযুক্তি স্টার্ট আপসহ স্বাস্থ্যখাতে বিনিয়োগ
বাড়ানো।
৫. প্রস্তাবে তিনি জনস্বাস্থ্য রক্ষার জন্য পেটেন্ট প্রকাশ এবং প্রযুক্তি
স্থানান্তরের বিষয়ে টিআরআইপি বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানিয়েছেন।
আরআই