স্ত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা, বিদ্যুতায়িত হয়ে মারা গেল রাজমিস্ত্রী স্বামী

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৩


পাবনার চাটমোহর উপজেলায় বিদ্যুতায়িত হয়ে সোহেল রানা বাবু (৩৫) নামের এক রাজমিস্ত্রী মারা গেছে। 

বাবু মথুরাপুর উত্তরপাড়া গ্রামের সেকেন আলীর ছেলে।  তার স্ত্রী বর্তমানে ৮ মাসের অন্তঃসত্ত্বা।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) নিজের গ্রামের এক লোকের বাড়িতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ভবন নির্মাণে ওই বাড়িতে বেজ ঢালাইয়ের কাজ চলছিল। সেখানে কলামের ঝুঁকে পড়া একটা রড ঠিক করে দিচ্ছিলেন বাবু।  এ সময় অসাবধানতাবশত পাশে দিয়ে যাওয়া বিদ্যুৎ সরবরাহের তারে ছোঁয়া লাগে রডটির। ফলে বিদ্যুতায়িত হন তিনি। 

স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিডি/সি/এমকে 


মন্তব্য
জেলার খবর