নির্বাচনে ইইউ’র পর্যবেক্ষক আসবে না : ইসি সচিব

রবি
২২ সেপ্টেম্বর ২০২৩

দরজায় কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে সরব রাজনৈতিক দলগুলো। সুষ্টু নির্বাচনের লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে দেশের অধিকাংশ রাজনৈতিক দলগুলো। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো যখন আশঙ্কা করছে, তখন এবারের নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণাঙ্গ টিম আসবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

 

বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথঅ বলেন।

 

ইসি সচিব বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মেইলে ইউরোপীয় ইউনিয়ন থেকে চিঠি পেয়েছেন। সেই মেইলে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, তারা গত জুলাই মাসের ৬ থেকে ২২ তারিখ পর্যন্ত বাংলাদেশের স্টেক হোল্ডারদের সাথে সভা করেছেন। সেই জন্য তারা ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

 

তিনি আরো বলেন, উনারা বলেছেন, একটি পূর্ণাঙ্গ টিম পাঠানোর বিষয়টি আর্থিক। ২০২৩-২০২৪ অর্থবছরে যে বরাদ্দ, সেটা না থাকার কারণে তারা পর্যবেক্ষক পাঠাবে না। তবে, তারা পরবর্তীতে যোগাযোগ অব্যাহত রাখবেন বলেও চিঠিতে জানিয়েছে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর