দেশের বিভিন্ন জেলায় ঝড়ের পূর্বাভাস

রবি
২৩ সেপ্টেম্বর ২০২৩

ঋতু বৈচিত্রের এ দেশে বর্তমানে চলছে শরৎকাল। গুমোট গরমের আভা কেটে প্রশান্তির একটি পরিবেশ তৈরি হয় এ ঋতুতে। তবে মাঝে মাঝে আবহাওয়া বৈরিও হয়ে ওঠে এসময়ই। আকাশ কালো করে নামে ঝড় বৃষ্টি। আজও সারাদেশের বিভিন্ন জেলায় ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, পাবনা, যশোর এবং কুষ্টিয়া অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

নদীবন্দরসমূহের জন্য শনিবারের (২৩ সেপ্টেম্বর) সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

 

আরআই


মন্তব্য
জেলার খবর