দেশে ভোট হোক, এটাই চায় না বিএনপি

রবি
২৩ সেপ্টেম্বর ২০২৩

দেশে ভোট হোক, এটাই তারা চায় না মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতি ছাড়া বিএনপি দেশকে কিছুই দিতে পারেনি। নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের নাগরিকদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে শুক্রবার যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

 

বিএনপির আন্দোলনে বাধা দিচ্ছে না সরকার। চুরি করা টাকা এখন আন্দোলনে খরচ করছে দলটি। এ চোরদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

 

বিএনপি দেশবিরোধী মিথ্যা-অপপ্রচার ছড়িয়ে বেড়াচ্ছে, তাদের চিহ্নিত করা উচিত, তাদের মুখোশ উন্মোচন করা উচিত বলেও অভিযোগ করেন তিনি।

 

শেখ হাসিনা বলেন, নির্বাচনের আগ পর্যন্ত এমন লাফালাফি থাকবে। দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। বাংলাদেশের মানুষ উপলব্ধি করে যে, নৌকায় ভোট দিয়ে যেমন স্বাধীনতা পেয়েছে। তেমনি দেশও এগিয়ে গেছে। নৌকা মার্কায় ভোট চাই।

 

আরআই


মন্তব্য
জেলার খবর