পাউরুটি দিয়ে 'ব্রেড পিৎজা'

Super Admin
২৩ সেপ্টেম্বর ২০২৩

পিৎজা খেতে ইচ্ছে করলে বাইরে থেকে অর্ডার না করে ঘরে বসে বানিয়ে ফেলুন ব্রেড পিৎজা। খুব সহজেই অল্প উপকরণেই বানানো সম্ভব ব্রেড পিৎজা

প্রয়োজনীয় উপকরণ 

* ব্রেড স্লাইস 

* পিৎজা সস

* মোজারেলা চিজ 

* টমেটো 

* ক্যাপসিকাম

* পিয়াজ

* কাচা মরিচ 

* ধনেপাতা 

* গোলমরিচ গুড়ো 

* তেল

* লবন

প্রস্তুত প্রনালী 

প্রথমেই টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, পেয়াজ কুচি, মরিচ, লবন, ধনেপাতা ও লবণ দিয়ে একটা পাত্রে পিৎজা সালাদ তৈরি করে নিতে হবে। এরপর ব্রেড স্লাইসের উপরে পিৎজা সস মাখিয়ে নিয়ে তার উপর দিতে হবে পিৎজা সালাদ। তার উপরে মোজারেলা চিজ গ্রেট করে দিন। 

এরপর চুলায় একটা তাওয়া দিয়ে তার উপর প্যান দিতে হবে। এরপট প্যানে ব্রেড স্লাইস দিয়ে ডেকে হালকা তাপে ১০ মিনিট কুক করলেই ঘরে তৈরি করে নিতে পারেন মজাদার এই ব্রেড পিৎজা রেসিপি।


মন্তব্য
জেলার খবর