নির্বাচন নিয়ে শঙ্কিত হওয়ার কারণ নেই-সাতক্ষীরায় স্বরাষ্ট্রমন্ত্রী

সাতক্ষীরা প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৩

দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। নির্বাচন এলেই মানুষ উৎফুল্ল থাকে। সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে। যারাই নির্বাচন ভন্ডুলের প্রচেষ্টা করবে, মার্কিন ভিসা নীতি তাদের জন্যই প্রযোজ্য হবে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কথাগুলো বলেন। এর আগে হেলিকপ্টারযোগে সাতক্ষীরায় আসেন তিনি।

সাতক্ষীরা পুলিশ লাইন্সে নবনির্মিত ইনডোর প্লে-গ্রাউন্ড উদ্ধোধন শেষে স্বরাষ্টমন্ত্রী সাংবাদিকদের আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দূর্বার গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। দেশের উন্নয়ন সারা বিশ্বকে বিস্মিত করেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যে কোনো দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশকে ফলো করার পরামর্শ দিয়েছেন।

সাংবাদিকদের ব্রিফ করা শেষে কালিগজ্ঞ উপজেলার নলতার দিকে রওনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিকালে কালিগঞ্জ উপজেলার নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ মাঠে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।

উদ্ধোধনী অনুষ্ঠানে খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফল্লাহ,  জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির,  জেলা .লীগের সভাপতি ফজলুর হক, জেলা পরিষদের চেয়ারম্যান জেলা .লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,  সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু,  দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের  কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বিডি/কিশোর কুমার/সি/এমকে

 

কিশোর কুমার,সাতক্ষীরা


মন্তব্য
জেলার খবর