৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর ২০২৩

ফাইল ছবি

বাংলাদেশকে ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। লার্নিং অ্যাক্সিলারেশন ইন সেকেন্ডারি ইডুকেশন (মাধ্যমিক শিক্ষার উন্নয়নে) অপারেশন প্রজেক্ট শীর্ষক প্রকল্পের আওতায় অর্থ ব্যয় হবে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক শিক্ষাকে ত্বরান্বিত করার জন্য প্রজেক্টটি এবং তম গ্রেডের জন্য গণিত, ইংরেজি এবং বাংলার মতো মূল বিষয়গুলোতে ফোকাস করবে। ঝরে পড়ার হার কমাতে প্রোগ্রামটিতে ৮০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হয়েছে। হাজার প্রতিষ্ঠানে থাকা সক্রিয় যৌন হয়রানি প্রতিরোধ কমিটি নিশ্চিত করা হবে। আরও প্রায় হাজার ২০০টি স্কুলে পড়ার দক্ষতা উন্নত করতে প্রোগ্রাম থাকবে। শেখানোর দক্ষতা উন্নত করতে ১৫ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রোগ্রামটি মানসিক স্বাস্থ্য কাউন্সেলিংকেও সহায়তা করবে।  তাছাড়া কমপক্ষে ৩০ শতাংশ লক্ষ্যযুক্ত বিদ্যালয়ে লিঙ্গ-ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সহায়তা করবে।

 

বিডি/ই/এমকে


মন্তব্য
জেলার খবর