ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

রবি
২৪ সেপ্টেম্বর ২০২৩

ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ মিয়ানমার। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৮। ভূমিকম্পটি অন্তত ১ মিনিট স্থায়ী ছিল। শনিবার স্থানীয় সময় রাত ৮ টা ৫৫ মিনিটে দেশটির রাজধঅনী ইয়াঙ্গুন ও তার আশপাশের এলাকায় এ কম্পন অনুভূত হয়।

 

তবে এতে এখন পর্যন্ত কোনো হাতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

মার্কিন ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ইয়াঙ্গুন থেকে ৩৯ কিলোমিটার উত্তরে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল।

 

ভূতাত্ত্বিক গঠনের কারণে বাংলাদেশের সীমান্তবর্তী ৬ লাখ ৭৬ হাজার ৫৭০ বর্গকিলোমিটার আয়তনের এ দেশটি মাঝে মধ্যেই ভূমিকম্পে কেঁপে ওঠে।

 

 

আরআই

 

 


মন্তব্য
জেলার খবর