বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে দেশি শিল্পী, দেখা যাবে বিনামূল্যে

রবি
২৪ সেপ্টেম্বর ২০২৩

পর্দা নামতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ১০ আসরের। আগামী বছরের জানুয়ারিতে দেশের অন্যতম সেরা এ ক্রিড়া ইভেন্টের। বিপিএল সামনে রেখে জোরালো প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার সকলের জন্য সুখবর নিয়ে এসেছে বিসিবি। বিপিএলের ১০ম আসরের উদ্বোধনী অনুষ্ঠান দেখা যাবে বিনামূল্যে। তাছাড়া এবার বাইরে থেকে কোনো শিল্পী আনা হবে না। বরং দেশের শিল্পীদের দিয়েই উদ্বোধন করা হবে এবারের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান।

 

এদিকে দরজায় কড়া নাড়ছে দ্বাদশ সংসদ নির্বাচন। এ কারণে ৬ জানুয়ারির পরিবর্তে অন্যদিন থেকে অনুষ্ঠিত হতে পারে এবারের বিপিএলের আসর। তবে সূচি চূড়ান্তের আগেই পরিকল্পনা সাজিয়ে নিচ্ছে বিসিবি।

 

এবারের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পারবেন যে কেউ। লাগবে না টিকিট। তবে এর জন্য আগে তেকে রেজিস্ট্রেশন করতে হবে। বিসিবির দেয়া নির্ধারিত সময়ের মধ্যে যারা রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন, তারাই বিনামূল্যে অনুষ্ঠান দেখতে পারবেন বলে জানিয়েছে বিসিবি।

 

বিপিএল গভনিং কাউন্সিলের সভাপতি শেখ সোহেল বলেন, ‘প্রতিবার আমরা বাইরের থেকে শিল্পী আনি। কিন্তু এবার পুরো বাংলাদেশের সংস্কৃতির ওপরে ভর করে এবারের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা করেছি। সবার জন্য সেটি উন্মুক্ত থাকবে সেই অনুষ্ঠান।’

 

আরআই


মন্তব্য
জেলার খবর