মন্তব্য
বিএনপির চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য তার পক্ষ থেকে সরকারের কাছে কোনও আবেদন করা হয়নি। তাছাড়া দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে হলে আদালতের অনুমতি লাগবে।
রবিবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মন্ত্রী এ প্রসঙ্গে আরও বলেন, আদালতের অনুমতি ছাড়া তার বিদেশ যাওয়া সম্ভব নয়। খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, সম্প্রতি বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বিএনপি নেতারা তাকে বিদেশে পাঠানোর অনুমতি দেওয়ার দাবি জানিয়েছে সরকারের কাছে।
বিডি/আরডি/এমকে