মন্তব্য
পঞ্চগড়ে রোববার (২৪ সেপ্টেম্বর) বিকালে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসুচির অ্ংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশ করে তারা।
সমাবেশে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ,জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম, এ্যাড.আদমসুফী,এ্যাড.মির্জা নাজমুল ইসলাম কাজল প্রমূখসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশের আগে এম আর কলেজ রোড় থেকে দলীয় কার্যালয়ে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আসে জেলা ছাত্রদল।
বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে