দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভবনা

রবি
২৫ সেপ্টেম্বর ২০২৩

ঋতু চক্রের এ দেশে এখন শরৎকাল। শরতে থাকে বর্ষা। মাঝে মধ্যেই আকাশ কালো করে নেমে আসে বৃষ্টি। ঝড়ও হয় এ সময়। আজ দেশের বেশকিছু অঞ্চলে ৪০-৪৫ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সেই রয়েছে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস। সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

 

 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা ও বগুড়া অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর