এশিয়ান গেমসে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক চীনকে রুখে দিয়েছে বাংলাদেশ।
হ্যাংজুর শাওশান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে রোববার রাতে চীনের সাথে গোলশূন্য ড্র
করে লাল-সবুজের প্রতিনিধিরা। চীনের বিপক্ষে ড্র ছাড়া ভালো কিছু করতে পারেনি এবারের
এশিয়ান গেমসে।
প্রথম ম্যাচে মিয়ানমারের কাছে হারে বাংলাদেশ। সে ম্যাচে আত্মঘাতি গোল হারের
কারণ ছিল। পরের ম্যাচে ভারতের বিপক্ষে বিতর্কিত পেনাল্টি গোলে হারে হাভিয়ের বাবরেরার
শিস্যরা।
ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ১০৯ ধাপ এগিয়ে আছে চীন। ফলে চীনকে ড্র'তে
সীমাবদ্ধ রাখাটাও বড় পাওয়া বলে মনে করছেন ফুটবল ভক্তরা।
চার দলের ‘এ’গ্রুপ থেকে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সেরা হয়ে শেষ ষোলোতে জায়গা
করে নিয়েছে স্বাগতিক চীন। সমান ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছে
ভারত। তৃতীয় সেরা হওয়ার দৌঁড়ে রয়েছে মিয়ানমার।
আরআই