শেষ ম্যাচে টাইগারদের নেতৃত্ব দেবেন শান্ত

রবি
২৫ সেপ্টেম্বর ২০২৩

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচ বৃষ্টির কারণে মাঠে গড়াতে পারেনি। দ্বিতীয় ম্যাচে মাঠে নামলেও নিউজিল্যান্ডকে হারাতে পারেনি স্বাগতিকরা। বরং ৮৬ রানের বিশাল ব্যাবধানে হারে অতিথিদের কাছে।

 

এ ম্যাচে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ছিলেন না। অধিনায়কের দায়িত্ব ছিল লিটন দাসের কাঁধে। এবার নেতৃত্ব দেওয়া হচ্ছে নাজমুল হোসেন শান্তর কাঁধে। এক সংবাদি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

এছাড়া বাইরে সম্মুখের দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুলকেও ফেরানো হয়েছে স্কোয়াডে। তবে বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান।

 

আরআই

 


মন্তব্য
জেলার খবর