কয়লা খনিতে আগুন লেগে চীনে ১৬ জনের প্রাণহানি

রবি
২৫ সেপ্টেম্বর ২০২৩

চীনের একটি কয়লা খনিতে আগুন লাগার ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। অগ্নিকাণ্ডের পর দেশটির পানঝৌ শহরের সব খনি থেকে একদিনের জন্য কয়লা তোলা স্থগিত করা হয়।

 

দেশটির দক্ষিণ-পশ্চিম চীনের গুইঝো প্রদেশের পানঝৌ শহরের একটি কয়লা খনিতে এ ঘটনা ঘটে। খবর রয়াটার্সের।

 

রয়টার্স জানিয়েছে, রোববার সকালে সানজিয়াওশু কয়লা খনিতে আগুনের সূত্রপাত হয়। রোববার রাতে পানঝৌ সিটি সরকার তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ খবর জাসা। তারা জানায়, কনভেয়ার বেল্টে আগুন লেগেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। খনিতে আগুন লাগার কারণে ১৬ জন এর মধ্যে আটকা পড়ে।

 

তবে অগ্নিকাণ্ডের ফলে আরো কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তা জানানো হয়নি।

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর